যে আনিলো প্রেমধন করুনা প্রচুর - নরোত্তম দাস ঠাকুর |Je Anilo Premadhana lyrics in bengali | Je Anilo Premadhana Karuna Prachur By Narattoma Dasa Thakura

vaisnava  song in bengali

গানের নাম: যে আনিলো প্রেমধন করুনা প্রচুর

প্রাতিষ্ঠানিক নাম: স্ব পার্শদ ভগবদ বিরহ জ্নিত বিলাপ গান  1

লেখক: নরোত্তম দাস ঠাকুর 

বইয়ের নাম: প্রার্থনা

ভাষা: বাংলা

Lord Chaitanya Mahaprabhu dancing

LYRICS:
                     (1)

যে আনিলো প্রেম-ধন করুনা প্রচুর
হেনো প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর    

                    (2)


কাহা মোরা স্বরূপ রুপ কাহা সনাতন
কাহা দাস রঘুনাথ পতিত-পাবন
 
                      (3)

কাহা মোরা ভট্ট যুগ কাহা কবিরাজ
একা-কালে কোথা গেলা গৌর নটরাজ

                      (4)

পাষানে কুটিবো মাথা অনলে পাষিবো
গৌরাঙ্গ গুনের নিধি কোথা গেলে পাবো

                      (5)

সে সব সঙ্গীর সঙ্গে যে কইলো বিলাস
সে সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস


অনুবাদ :

1) যিনি দিব্য প্রেমের ধন নিয়ে এসেছিলেন এবং যিনি করুণা ও করুণায় পূর্ণ ছিলেন - অদ্বৈত আচার্যের মতো ব্যক্তিত্ব কোথায় গেলেন ?

 

২) আমার স্বরূপ দামোদর ও রূপ গোস্বামী কোথায় ? সনাতন কোথায় ? কোথায় গেছেন রঘুনাথ দাস , গোস্বমির মত পতিত পাবন ?

 

৩) আমার রঘুনাথ ভট্ট এবং গোপাল ভট্ট কোথায় এবং কৃষ্ণদাস কবিরাজ কোথায় ? মহান নৃত্যশিল্পী  গৌরাঙ্গ ম্হপ্রভু হঠাৎ কোথায় গেলেন ?

 

4) আমি আমার মাথাটি পাথরে  ঠুকবো এবং আগুনে প্রবেশ করব।  কোথায়  গেলে পাবো   গৌরাঙ্গ মহপ্রভু যিনি দিব্য় গুনের আধার ?

 

৫)  গৌরাঙ্গ মহপ্রভুর  এই সংঘে তাঁর ভক্ত সকলের সাথে সঙ্গ করতে না পেরে নরোত্তম দাস কেবল কাঁদে।

 

উল্লেখ / অতিরিক্ত তথ্য:

এই গানটি সাধারণত একজন ভক্তের শ্রদ্ধার জন্য গাওয়া হয় যিনি  দেহত্যাগ করেছেন



Comments

  1. Haribol, it's a good effort for Bengali devotees

    ReplyDelete
    Replies
    1. Yes pr.
      I will try to serve more Devotees .
      Bless...plz.

      Delete
  2. wow....that great to hear about vaishnav song in bengali now...Haribol..Haribol..Haribol

    ReplyDelete
  3. Bahh khub sundor hoyeche, Vaishnava song Bengali te khub dorkar chili. Keep doing it Prabhu..

    ReplyDelete
  4. Pr. Keep uploading all songs of Narattam Das Thakur in Bengali.
    Horibol 🙏

    ReplyDelete
  5. If you want more Vasinava songs like this plz let me know through commenting below.
    Thank you

    ReplyDelete

Post a Comment