Ei baro karuna koro | এই-বার করুণা কর | Ei baro karuna koro vaisnava gosai | bhajans of Narattoma das thakur
গানের নাম: এই-বার করুণা কর
অফিসিয়াল নাম: বৈষ্ণব ভজনপতি গান
লেখক: নরোত্তম দাস ঠাকুর
বইয়ের নাম: প্রার্থনা
ভাষা: বাংলা
Lyrics
(১)
এই-বার করুণা কর বৈষ্ণব গোসাঞি
পতিত-পাবন তোমা বিনে কেহ নাই |
(২)
যাহার নিকটে গেলে পাপ দূরে যায়
এমন দয়াল প্রভু কেবা কথা পায় |
(৩)
গঙ্গার পরশ হৈলে পশ্চতে পাবন
দর্শনে পবিত্র কর-এই তোমার গুণ |
(৪)
হরি-স্থানে অপরাধে তারে হরি-নাম
তোমা স্থানে অপরাধে নাহি পরিত্রাণ |
(৫)
তোমার হৃদয়ে সদা গোবিন্দ-বিশ্রাম
গোবিন্দ কহেন-মোর বৈষ্ণব পরাণ |
(৬)
প্রতি-জন্মে করি আশা চরণের ধূলি
নরোত্তমে কর দয়া আপনার বলি’ |



Hari hari
ReplyDelete