Nanda Ke Ananda Bhayo | নন্দ কে আনন্দ ভাই ও | Bhajan for Janmastami | Bhajan for Little Krishna | Janmastami special Bhajan

 

গানের/ ভজনের নাম : নন্দ কে আনন্দ ভাই ও

অফিসিয়াল নাম: অজানা

লেখক: ঐতিহ্যবাহী

বইয়ের নাম: অজানা

ভাষা: হিন্দি


Lyrics:

নন্দ কে আনন্দ ভাইও জয় কানহাইয়া লাল কি

হে আনন্দ উমঙ্গ ভায়ো, জয় হো নন্দ লাল কি ।

নন্দ কে আনন্দ ভায়ো জয় কানহাইয়া লাল কি

ব্রজ মে আনন্দ ভায়ো, জয় যশোদা লাল কি

হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি ।।


জয় হো নন্দ লাল কি, জয় যশোদা লাল কি

গোকুল মে আনন্দ ভায়ো, জয় কানহাইয়া লাল কি  ।।


হে আনন্দ উমঙ্গ ভায়ো, জয় হো নন্দ লাল কি

গোকুল মে আনন্দ ভায়ো, জয় কানহাইয়া লাল কি ।

জয় যশোদা লাল কি, জয় হো নন্দ লাল কি

হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি ।।


জয় হো নন্দ লাল কি, জয় যশোদা লাল কি

হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি ।।


কোটি ব্রহ্মানন্দ কে, অধিকারী লাল কি

হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি ।

গৌ চরানে আয়ে, জয় হো পশুপাল কি

নন্দ কে আনন্দ ভায়ো, জয় কানহাইয়া লাল কি ।।


পুনম কি চাঁদ জয়সে, শোভা হ্যায় বাল কি

হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি ।

হে আনন্দ উমঙ্গ ভাইজয় হো নন্দ লাল কি

গোকুল মে আনন্দ ভায়ো, জয় কানহাইয়া লাল কি ।।


মন্তব্য/অতিরিক্ত তথ্য:

এই সময় মধ্যরাতে ভগবান কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হওয়ার একটি সাধারণ ভজন। 

গুজরাটি ভক্তরা এই গান তাদের গান ও তালের  মধ্যে গুজরাটি-নির্দিষ্ট  বোলি ব্যবহার করে।


Comments